দেশে কর্মক্ষেত্রে মেয়েরাও সমানভাবে তালে তাল মিলিয়ে এগিয়ে আসছেন। কাজের জগতে পুরুষদের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন তাঁরা। মহিলাদের আরও বেশি করে সব ধরনের কাজে উৎসাহ দিতে সরকারও বিভিন্ন প্রকল্প শুরু করছে। মহিলাদের জন্য আলাদা কোটা চালু করছে। তেমনই মহিলাদের জন্য পুলিশে ২০ শতাংশ চাকরি সংরক্ষিত করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।
যোগী আদিত্যনাথ এসেছিলেন রোজগার মেলায়। গোরক্ষপুরে চলছে রোজগার মেলা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান তাঁর রাজ্যে মহিলাদের জন্য পুলিশে আসন সংরক্ষণ করতে চলেছেন তিনি। আর তা হবে ২০ শতাংশ। অর্থাৎ রাজ্যের পুলিশ ফোর্সে ২০ শতাংশ চাকরি হবে মহিলাদের। যোগী আদিত্যনাথ জানান, তিনি চান তাঁর রাজ্যের মানুষের সুরক্ষায় মহিলারা একটা বড় ভূমিকা পালন করুন।
পুলিশে মহিলাদের প্রয়োজন রয়েছে। মহিলা পুলিশ ছাড়া পুলিশ ফোর্স অসম্ভব। কারণ মহিলাদের গ্রেফতার হোক বা আটক বা কোনও আন্দোলনে, বিক্ষোভে মহিলাদের সামাল দেওয়ার কাজ পুরুষ পুলিশ দিয়ে সম্ভব নয়। এক্ষেত্রে মহিলা পুলিশের প্রয়োজন। ফলে প্রতি পুলিশ স্টেশনেও মহিলা পুলিশ থাকে। এখন মহিলারা যাতে তাঁদের কোনও সমস্যা নিশ্চিন্তে মহিলাদের সামনে খুলে বলতে পারেন সেজন্য শুধুমাত্র মহিলা পরিচালিত পুলিশ স্টেশনও শুরু হয়েছে। যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের আরও বেশি করে পুলিশে চাকরি করার সুযোগ খুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা