বৃহস্পতিবার সকালে আর পাঁচটা দিনের মতই আদালতের কাজ শুরু হয়েছিল। ব্যস্ততা, ভিড় ক্রমশ বাড়ছিল। সেই সময় কয়েকজন আদালতে এসে বোমা ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে লখনউয়ে। বিধানসভা ভবনের কাছেই লখনউ কালেক্টরেটে এই বিস্ফোরণ হয়। আদালতে ঢুকে প্রায় ১০ জন বোমা ছুঁড়ে পালায় বলে দাবি করেছেন লখনউ বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জয় লোধি। বোমার ঘায়ে ২ জন আইনজীবী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর আইনজীবীরা আদালত চত্বরে তাঁদের সুরক্ষার বেহাল দশা নিয়ে বিক্ষোভ দেখান।
পুলিশ জানাচ্ছে, ১টি বোমা ফেটেছে। ৩টি বোমা উদ্ধার হয়েছে আদালত চত্বর থেকে। ৩টিই দিশি বোমা। পুলিশের দাবি, আইনজীবীদের ২টি গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরেই এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে সঞ্জয় লোধি দাবি করেছেন, বোমার লক্ষ্য ছিলেন তিনি। তাঁর চেম্বারের সামনেই বোমাটি পড়ে। এই বিস্ফোরণে তিনি সামান্য আহত হয়েছেন। তবে অন্য ২ জন আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
গত মাসেই উত্তরপ্রদেশের আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি ছিল ক্রমশ রাজ্যে তাঁদের সুরক্ষা কমছে। তাঁদের ওপর আক্রমণ নেমে আসছে। এলাহাবাদ হাইকোর্টও রাজ্য সরকারকে নির্দেশ দেয় যেন আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করা হয়। তারপরেও এমন একটি ঘটনা ঘটল লখনউয়ের বুকে। ঘটনার পিছনে জিতু যাদব নামে এক আইনজীবী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা