নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের ফাঁসির নতুন দিনক্ষণ ঘোষণা করল দিল্লির আদালত। আগামী ৩ মার্চ তাদের ফাঁসির দিন ধার্য হয়েছে। ফাঁসি হবে সকাল ৬টায়। এই নিয়ে তৃতীয়বার এই ৪ জনের ফাঁসির দিন ধার্য করল আদালত। গত ২ বারই আইনের ফাঁকফোকর বার করে ফাঁসির দিনে স্থগিতাদেশ পায় তারা।
সকলের এখন একটাই প্রশ্ন ৩ মার্চও ফাঁসি আদৌ হবে তো? নির্ভয়ার মা-বাবাও চোখের জল ফেলে চলেছেন। তাঁদের বক্তব্য, এভাবে আইনের ফাঁক গলে দিনের পর দিন ফাঁসি পিছিয়ে চলেছে এই ৪ জন। তাঁদের মেয়ের আত্মা তাহলে কবে শান্তি পাবে? সোমবার দিল্লির আদালতে তিহার জেলের তরফে জানানো হয় ৪ জনের মধ্যে ৩ জন তাদের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। ফলে তাদের আর ফাঁসি দিতে বাধা নেই।
৩ মার্চ ফাঁসির দিন ধার্য হলেও এখনও ১ দোষী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায়নি। তাই সেই সুযোগ রয়েছে গিয়েছে তার সামনে। কিন্তু সেখানেও একটা শর্ত আছে। দিল্লি হাইকোর্ট জানিয়েছিল যা করার ১ সপ্তাহের সময়সীমার মধ্যেই করতে হবে। সেই ১ সপ্তাহ অতিবাহিত। তাই তাকে যদি প্রাণ ভিক্ষার আবেদন করতেও হয় তাহলে হাইকোর্টের কাছে আগে দিন বাড়ানোর আবেদন করতে হবে।
৩ মার্চ ফাঁসির দিন ঘোষণার পর নির্ভয়ার মা আশা ব্যক্ত করে জানিয়েছেন তিনি আশা করছেন এটাই চূড়ান্ত দিন হতে চলেছে। এদিকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার পর তা অগ্রাহ্য হওয়ার পর বিনয় শর্মা তিহার জেলেই অনশন শুরু করেছে। বিনয়ের দাবি তাকে জেলে অত্যাচার করা হয়েছিল। তাতে তার মাথার অবস্থা ঠিক নয়। তার আইনজীবীর দাবি মানসিক পরিস্থিতি ঠিক না থাকলে ফাঁসি দেওয়া যায়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা