৩ জনেরই বয়স ২০ বছরের মধ্যে। পড়াশোনা করতেই বাড়ি ছেড়ে আসা। থাকা পেয়িং গেস্ট হয়ে। যে বাড়িতে তাঁরা পেয়িং গেস্ট হিসাবে থাকতেন সেই বাড়িতে ২০ জন ছাত্রী পেয়িং গেস্ট হিসাবে ছিলেন। সকলেরই বয়স ২০ বছরের মধ্যে। যাঁরা বাড়িতে সে সময় ছিলেন না তাঁরা বরাত জোরে রক্ষা পেয়েছেন। ৩ তরুণী ছাত্রীর মৃত্যুর পাশাপাশি ২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ২ ছাত্রী জানালা দিয়ে নিচে লাফ দেন।
ঘটনাটি ঘটেছে শনিবার চণ্ডীগড়ের সেক্টর ৩২-এ। এই এলাকার অধিকাংশ বাড়িতেই মানুষের বসবাস। অফিস নেই। এখানেই একটি বাড়িতে ছাত্রীদের পেয়িং গেস্ট হিসাবে রাখেন বাড়ির মালিক। ২০ জনের থাকার বন্দোবস্ত রয়েছে। এখানেই শনিবার আচমকা দোতলার একটি ঘরে আগুন লেগে যায়। আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেননি ৩ ছাত্রী। তাঁরা সেখানে জীবন্ত দগ্ধ হন। ২ ছাত্রীর দেহের কিছুটা পুড়লেও তাঁদের বাঁচানো সম্ভব হয়। ২ ছাত্রী আগুনের হাত থেকে বাঁচতে প্রথমে বাথরুমে আশ্রয় নেন। তারপর সেখানেও তাঁরা সুরক্ষিত নন বুঝতে পেরে বাথরুমের জানালা দিয়ে একতলায় লাফ দেন।
আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান আগুন ছড়ায় শর্টসার্কিট থেকে। যদিও তদন্তের পরই সঠিক কারণ স্পষ্ট হবে। এদিকে আগুন ছড়াতেই আশপাশের বাড়িতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব বাড়িতেই পরিবারের বাস। ফলে আতঙ্ক ছড়ানোই স্বাভাবিক ছিল। দমকল অবশ্য তৎপরতার সঙ্গেই আগুনকে ঘিরে ফেলতে সমর্থ হয়। পরে আগুন নিভিয়ে চলে কুলিং প্রসেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা