শনিবার সকালে প্রত্যেকদিনের মতই চাষাবাদ করতে যাচ্ছিলেন ১২ জন। গণ্ডকী নদী পার করেই তাঁদের ক্ষেতে পৌঁছতে হয়। সেইমত সকলেই নৌকায় চড়ে বসেন। নৌকা ক্রমে মাঝ নদীতে পৌঁছয়। সেখানেই আচমকা নৌকাটি টাল হারায়। উল্টে যায় গভীর নদীতে। নৌকায় থাকা সকলেই জলে পড়ে হাবুডুবু খেতে থাকেন। বাঁচার আপ্রাণ চেষ্টা চালান। দ্রুত স্থানীয়রাও তাঁদের উদ্ধারে চলে আসেন।
৪ জন সাঁতার কেটে স্থানীয়দের সাহায্যে পারে উঠতে সমর্থ হন। বাকি ৮ জন নিখোঁজ ছিলেন। তাঁদের জলে দেখতেই পাওয়া যাচ্ছিল না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। শুরু হয় গণ্ডকী নদীতে তল্লাশি। তল্লাশির সময় ওই দলে থাকা ঊষাদেবী নামে এক মহিলার দেহ উদ্ধার হয়। বাকি ৭ জনের এখনও কোনও খোঁজ নেই।
কেন নৌকাটি এভাবে আচমকা উল্টে গেল তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। যাঁরা উদ্ধার হয়েছেন তাঁদের সঙ্গে কথা বলে কী হয়েছিল জানার চেষ্টা হচ্ছে। এদিকে ডুবুরি নামিয়ে নিখোঁজদের তল্লাশি শুরু হয়েছে। এনডিআরএফ-এর সাহায্যও নেওয়া হচ্ছে। এভাবে নৌকাডুবির পর গণ্ডকী নদীর ধারে বহু মানুষের ভিড় জমে যায়। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলার যাদোপুর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা