প্রজাতন্ত্র দিবসে বিস্ফোরণের হাত থেকে রেহাই পেল না ভারতের পূর্বপ্রান্তের দুই রাজ্য অসম ও মণিপুর। ৭টি বিস্ফোরণে কেঁপে উঠল বিভিন্ন এলাকা। যারমধ্যে ৫টি বিস্ফোরণ আলফার তরফে করা হয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও সেগুলি প্রত্যেকটাই ছিল কম শক্তিশালী আইইডি বিস্ফোরণ। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। অসমের শিবসাগর, চরাইদো, তিনসুকিয়া ও ডিব্রুগড়ে বিস্ফোরণগুলি হয়। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে একটি বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে মণিপুরের ইম্ফলে সকালে ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এখানেও কম শক্তিশালী বিস্ফোরক ব্যবহৃত হওয়ায় একটি ইটের দেওয়াল ভেঙে পড়া ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি। কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিনেই এভাবে বিস্ফোরণের ঘটনায় দুই রাজ্যের সুরক্ষা বলয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্নের মুখে রাজ্য দুটির গোয়েন্দা বিভাগও।