হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা অভিনব উপায়ে ছড়িয়ে দিলেন মহম্মদ সরাফত নামে এক ব্যক্তি। তাঁর মেয়ের বিয়েতে তিনি যে কার্ড ছাপিয়েছেন তা আপাতত তাঁর শহরের প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরছে। মহম্মদ সরাফতের মেয়ে আসমা খাতুনের বিয়ে আগামী ৪ মার্চ। সামনেই বিয়ে। তাই কার্ড বিলি শুরু হয়ে গেছে। আর কার্ড বিলি শুরু হতেই নজরে এসেছে কার্ডের অভিনবত্ব।
এক মুসলিম পরিবারের মেয়ের বিয়ে। সেই বিয়ের নিমন্ত্রণের কার্ডে রয়েছে গণেশের ছবি। রয়েছে রাধা-কৃষ্ণের ছবি। সেইসঙ্গেই অবশ্য রয়েছে মুসলিম রীতি মেনে চাঁদ মুবারক-এর ছবিও। বিয়ের কার্ডের মধ্যে দিয়ে হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়ার এই চেষ্টা সর্বত্রই তারিফ পেয়েছে। তাতেই খুশি মেয়ের বাবা। তাঁর এই ভাবনা যে মানুষের ভাল লেগেছে তাতে তিনি যথেষ্ট আনন্দিত।
মহম্মদ সরাফতের মতে তিনি এই কার্ড নিয়ে যাঁকেই নিমন্ত্রণ করেছেন তিনিই তারিফ করেছেন। উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর এলাকায় আপাতত এই বিয়ের কার্ড চর্চার কেন্দ্রে উঠে এসেছে। এই কার্ডটি হিন্দিতে। এছাড়া তাঁর যেসব পরিবার পরিজন হিন্দি পড়তে পারেননা, তাঁদের জন্য উর্দুতেও তিনি কার্ড ছাপিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই কার্ডের কাহিনি সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা