নির্ভয়া কাণ্ডে একের পর এক ফাঁসির দিন ঘোষণা হচ্ছে। আর তা স্থগিত হয়ে যাচ্ছে ৪ আসামীর আইনের ফাঁক গলার পন্থায়। এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে ক্ষোভ আছড়ে পড়ছে। বিজেপি আবার দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছে ফাঁসিতে দেরির জন্য। গত ৩ মার্চ ফাঁসির নির্দেশে স্থগিতাদেশ পাওয়ার পর ক্ষোভে নির্ভয়ার মা বলেছিলেন, এভাবে মিথ্যা জিতছে আর সত্য হারছে।
তবে আদালতের তরফে জানানো হয়েছিল আসামীদের প্রাণ ভিক্ষার সবরকম সুযোগ দেওয়া হচ্ছে। যাতে কেউ আদালতকে বলতে না পারে যে তাদের সুযোগ দেওয়া হয়নি। ফাঁসির সাজাপ্রাপ্ত পবন গুপ্তা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করে আবেদন করেছিল। বুধবার সেই আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি।
পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর আসামীদের হাতে কী আর কোনও রাস্তা খোলা রইল? এখন এটাই বড় প্রশ্ন সকলের। নির্ভয়ার বাবা-মার আইনজীবী মনে করছেন আর কোনও রাস্তা খোলা নেই। এবার যে দিন ধার্য করবে আদালত, সেদিন ফাঁসি হবে। তিহার জেলের তরফেও ফাঁসির নতুন দিন চেয়ে দিল্লির আদালতে যাওয়া হয়েছে।
এর আগে ৩ বার ফাঁসির দিন ঘোষণা করেও তা শেষ মুহুর্তে স্থগিত হয়ে যায়। আইন নিয়ে কার্যত খেলা করছিল নির্ভয়া কাণ্ডে দোষী ৪ আসামী। আইনের ফাঁক গলে ফাঁসির দিন পিছোচ্ছিল তারা। ফলে দেশ জুড়েই এ নিয়ে ক্ষোভ বাড়ছিল। বলিউড তারকা ঋষি কাপুর তো সোশ্যাল সাইটে নিজের বিখ্যাত সিনেমা দামিনী-র একটি ডায়লগ উদ্ধৃত করে বলেন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, হাস্যকর। এখন সারা দেশই চেয়ে আদালত কবে এদের ফাঁসির দিন ঘোষণা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা