কোনও গহন জঙ্গলের ঘটনা নয়। একদম সুরক্ষিত ঘেরাটোপের চিড়িয়াখানায় যা ঘটল তাতে তাজ্জব অনেকেই। বুধবার সাধারণের জন্য সকালে সঠিক সময়েই খুলেছিল রাঁচির বিরসা মুন্ডা চিড়িয়াখানার দরজা। আস্তে আস্তে ভিড় বাড়ছিল। এমন সময় বাঘের ঘেরাটোপের কাছে এক ব্যক্তি তরতর করে জাল সংলগ্ন একটি গাছে উঠে পড়েন। তারপর ডাল ধরে ঝুলতে থাকেন।
সকলেই তখন হতবাক। এই সময় গাছে ঝুলতে ঝুলতে আচমকাই ডাল যায় ভেঙে। আর ওই ব্যক্তি আছাড় খেয়ে পড়েন বাঘের ঘেরাটোপের মধ্যে। সকলেই হৈহৈ করে ওঠেন। সেই সময় কাছেই ঘোরাফেরা করছিল বাঘিনী অনুষ্কা। ওই ব্যক্তিকে তার চত্বরে পেয়ে বাঘিনী এগিয়ে যায় তার দিকে। তারপর আর বিশেষ সময় নষ্ট না করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই বাঘের আক্রমণে মৃত্যু হয় ওই ব্যক্তির।
চিড়িয়াখানার কর্মীরা পরে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। এদিকে চিড়িয়াখানায় যাঁরা বেড়াতে এসেছিলেন সূত্রের খবর চিড়িয়াখানা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা নাকি ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেননি। এই ঘটনায় সকালেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত এই চিড়িয়াখানায় ২০১৮ সালে রামু নামে একটি হাতি তার মাহুতকে পিষে মেরেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা