ফাঁসির দিন ঘোষণা হওয়ার পরও তা পিছোচ্ছিল। আইনের ফাঁক গলে নির্ভয়া কাণ্ডে ৪ আসামীর ফাঁসি হচ্ছিল না। বৃহস্পতিবার তাদের নতুন ফাঁসির দিন জানাল আদালত। আদালত নির্দেশ দিয়েছে আগামী ২০ মার্চ ফাঁসি হবে ওই ৪ জনের। ভোর সাড়ে ৫টায় ফাঁসি হবে। প্রথমে ভোর ৬টার কথা জানা গেলেও পরে তা পরিবর্তন করে সাড়ে ৫টা করে আদালত। এর আগে ৩ বার ফাঁসির দিন ধার্য হয়েও তা শেষ মুহুর্তে স্থগিত হয়।
দিল্লির আদালত সাফ জানিয়েছিল, ফাঁসির সাজাপ্রাপ্তরা যে যে আইনি সুযোগ পেতে পারে তা সব ব্যবহার করতে দিতে চায় আদালত। যাতে কেউ বলতে না পারে যে আদালত তাদের প্রাণভিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করেছে। গত ২৩ জানুয়ারি প্রথমে এই ৪ জনের ফাঁসির দিন ধার্য হয়েছিল। তা পরে পিছিয়ে হয় ১ ফেব্রুয়ারি। তারপর সেই দিনও স্থগিত হয়। নতুন দিন ঘোষণা হয় ৩ মার্চ। সেই দিনেও ফাঁসি শেষ মুহুর্তে স্থগিত হয়।
এবার যে ২০ মার্চ দিন ঘোষণা হল তা চতুর্থবারের জন্য ধার্য হল। নির্ভয়ার আইনজীবী অবশ্য আগেই দাবি করেছেন এবার যে দিন ঘোষণা হবে সেদিনই ফাঁসি। কারণ ৪ আসামীর যত ধরনের আর্জি হতে পারত তা সবই ব্যবহার করে ফেলেছে তারা। এদিকে ফাঁসির দিন বারবার পিছনোয় আগেই ক্ষোভ উগরে দিয়েছেন নির্ভয়ার মা-বাবা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা