বাবা ও ছেলের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তা পারিবারিক অশান্তি হিসাবেই দেখতেন সকলে। প্রতিবেশিরাও সেকথা জানতেন। কিন্তু তা যে এমন চরম পর্যায়ে পৌঁছবে তা পরিস্কার ছিলনা। শুক্রবার সেটাই হল। বাবার সঙ্গে প্রথমে ঝগড়া বাঁধে ছেলের। তারপর রাগের মাথায় বাবাকে ধরে মারতে শুরু করে বছর ২৪-এর তরুণ।
ছেলে গৌতম সিংয়ের হাতে মার খেতে শুরু করেন বাবা মহেন্দ্র সিং। মার চলতেই থাকে। ছেলের সেই বেদম প্রহারে এক সময় মৃত্যু হয় বাবার। পুলিশ জানাচ্ছে, টাকাকড়ি নিয়ে অশান্তির শুরু হয়। তারপর তা থেকে ঝগড়া। সেখান থেকে বাবাকে পেটাতে শুরু করে ছেলে। মৃত্যু হয় বাবার।
ছেলে গৌতম সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোডারমা জেলায়। পুলিশ মহেন্দ্র সিংয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছেলে গৌতমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুরো বিষয় জানতে আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা