দীর্ঘদিনের একটা অন্তরায়ের পর ফের তুষারপাত। শুক্রবার রাত থেকে শনিবার সকালে প্রচুর তুষারপাত হল হিমাচল প্রদেশের শৈলশহর সিমলায়। সিমলা সকালেই সাদা হয়ে যায়। ৫ সেন্টিমিটার বরফের তলায় হারিয়ে যায় রাস্তাঘাট, গাছপালা। বাড়িঘরের মাথায় টুপির মত হয়ে আছে বরফের চাদর। ফলে আনন্দে ফুটছেন হোটেল মালিকরা। দীর্ঘদিন বরফ না পড়লেও আচমকা একেবারে হোলির মুখে সিমলায় তুষারপাতে ভাল পর্যটক সমাগমের আশা করছেন তাঁরা। বরফ পড়ার খবরই পর্যটকদের টেনে নিয়ে আসবে বলে মনে করছেন তাঁরা।
সিমলা ছাড়া মানালি, কল্পা, কুফরি, ফাগু, ডালহৌসি সর্বত্র বরফ পড়েছে। একটানা তুষারপাতে কোথাও বরফের চাদর বেশি পুরু হয়েছে। কোথাও কম। কিন্তু হিমাচলের পাহাড়ি এলাকা সাদা হয়ে গেছে। লাহুল স্পিতি, চাম্বা, কিন্নর, কুলু, সিম্বার মত এলাকাগুলি পাহাড়ের অনেকটা উঁচুতে হওয়ায় সেখানে তুষারপাত আরও বেশি হয়েছে।
হিমাচলে যেখানে পাহাড়ি এলাকা সাদা বরফে ঢেকে গেছে সেখানে সমতলের কাছে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে সেখানেও পারদ পড়েছে। সিমলার অধিকাংশ পাহাড়ি এলাকায় তুষারপাতের পর হয় সেখানকার তাপমাত্রা মাইনাসের নিচে চলে গেছে। নয়তো তার আশপাশেই ঘোরাফেরা করছে। ফলে পর্যটকদের ভিড় নিয়ে অনেকটাই আশাবাদী হোটেল মালিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা