National

সংসদ জীবাণুমুক্ত করতে হবে, দাবি সাংসদের

সংসদ চত্বরকে জীবাণুমুক্ত করার দরকার আছে। তাছাড়া এখন যিনিই প্রবেশ করতে যাবেন তাঁকেই থার্মাল স্ক্যানার পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে।

করোনা ভাইরাসের উদ্বেগ যখন বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও ক্রমশ চড়ছে, তখন গোটা সংসদ চত্বরই জীবাণুমুক্ত অবস্থায় নিয়ে আসার দাবি করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। সংসদে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। কোনও ভিজিটর পাস ইস্যু করা হচ্ছে না। ফলে সংসদের অধিবেশন দেখার সুযোগ নেই সাধারণের। কিন্তু সাংবাদিক ও অন্য আধিকারিকরা ঢুকছেন।

সঞ্জয় সিং দাবি করেছেন, এতদিন তো বহু মানুষ এসেছেন, গেছেন। তাই সংসদ চত্বরকে জীবাণুমুক্ত করার দরকার আছে। তাছাড়া এখন যিনিই প্রবেশ করতে যাবেন তাঁকেই থার্মাল স্ক্যানার পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। যাতে তাঁর জ্বর থাকলে চিহ্নিত করা সম্ভব হয়। তাছাড়াও অন্য পরীক্ষাও হওয়া উচিত। যাতে তাঁর দেহে করোনার কোনও সম্ভাবনা রয়েছে কিনা ধরা পড়ে।


দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ইতিমধ্যেই দিল্লিতে করোনাকে মহামারি ঘোষণা করেছে। স্কুল, কলেজে ছুটি ঘোষণা হয়েছে। তবে সংসদ এখনই মুলতুবি করে দেওয়ার কথা হয়নি। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে অধিবেশন শুরু হয়েছে হোলির পরদিন থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও সংসদ মুলতুবির কোনও ইঙ্গিত দেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button