সেই রাম মন্দির ইস্যুকেই উত্তরপ্রদেশে তুরুপের তাস করতে চাইছে বিজেপি। ভোট বৈতরণী পার করতে শনিবার বিজেপি সভাপতি জানিয়েছেন রাজ্যে ক্ষমতায় এলে সাংবিধানিক রীতিনীতি মেনেই রাম মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হবে। একে তাঁদের ইস্তেহারের অংশ হিসাবেই দেখানো হয়েছে। এছাড়া বিজেপির ইস্তেহারে ক্ষমতায় এলে ছোট ও মাঝারি কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইস্তেহারে আরও বলা হয়েছে রাজ্যে ছাত্রীদের সম্মান রক্ষায় ও ইভ টিজিং রুখতে প্রতিটি থানায় অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হবে। ৭০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে। দুর্নীতির বিরুদ্ধে স্পেশাল টাস্ক ফোর্স গঠন, লোক কল্যাণ সংকল্প পত্র ২০১৭ সহ একগুচ্ছ প্রকল্প গঠনের কথা ইস্তেহারে জায়গা পেয়েছে।