ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল ঠিকই। তবে তাতে মৃত্যুর ঘটনা ঘটেনি। ভারতে করোনায় মৃত্যুর প্রথম ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। কর্ণাটকের কালবুর্গির বাসিন্দা ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয় হায়দরাবাদের একটি হাসপাতালে। এটাই ভারতের প্রথম করোনা সংক্রমণে মৃত্যু বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়। শুক্রবার ওই বৃদ্ধের দেহ কালবুর্গি নিয়ে এসে মাটিতে পুঁতে ফেলা হয়। করোনায় মৃত্যু হলে সরকারি নির্দেশ মেনেই তাঁর দেহ সৎকার করা হয়।
ওই বৃদ্ধ গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফেরেন। তারপর অসুস্থ থাকার পর করোনা আক্রান্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরই কোনও ঝুঁকি না নিয়ে কালবুর্গির স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁর পরিবারের ৮ জনকে আলাদা করে রাখার ব্যবস্থা করেছে। ওই বৃদ্ধের ছেলে, পুত্রবধূ, মেয়ে, জামাই ও তাঁদের ৪ সন্তানকে আলাদা করে রাখা হয়েছে। ছেলে, পুত্রবধূ, মেয়ে ও জামাই-এর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এখানেই শেষ নয়। প্রশাসনের তরফে ওই বৃদ্ধের ৭ জন প্রতিবেশিকেও আলাদা করে রাখার বন্দোবস্ত করা হয়েছে। তাঁদেরও পরীক্ষা হচ্ছে। এছাড়াও ওই পরিবারের সংস্পর্শে আসা ৩২ জনকে নজরে রাখা হচ্ছে। কর্ণাটকে প্রথম মৃত্যু হয়েছে করোনায়। ফলে সেখানকার প্রশাসন উদ্বিগ্ন। ইতিমধ্যেই কর্ণাটকের সব শপিং মল, সিনেমা হল শনিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা