কংগ্রেস নেতারা একথা বললে কারও কিছু বলার ছিলনা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিভীষণ বলতেই পারেন তাঁরা। কিন্তু যে বিজেপিতে তিনি যোগ দিলেন। তাও আবার কংগ্রেস ছেড়ে। সেই বিজেপি নেতাই এখন জ্যোতিরাদিত্যকে বিভীষণ বলে সম্বোধন করলেন। কংগ্রেস তাঁকে বিভীষণ বলার আগেই জ্যোতিরাদিত্যকে শুনতে হল যে দলে তিনি গেলেন সেই দলের নেতাই তাঁকে বিভীষণ বলছেন।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপিতে স্বাগত জানিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান তাঁকে বিভীষণ বলে সম্বোধন করেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি দফতরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানাতে গিয়ে শিবরাজ বলেন, জ্যোতিরাদিত্য হলেন কলি যুগের বিভীষণ। আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন রাবণ। তিনি এটাও বলেন যে কীভাবে শ্রীরাম বিভীষণের সাহায্য নিয়ে লঙ্কা দখল করেন।
শিবরাজ সিং বলেন, লঙ্কা দখলে নিতে বিভীষণকে দরকার ছিল। আর জ্যোতিরাদিত্য হলেন সেই বিভীষণ। এদিকে শিবরাজ সিং একথা বলার পরই কংগ্রেস নেতারা পাল্টা বলতে শুরু করেছেন জ্যেতিরাদিত্য সিন্ধিয়াকে শুরুতেই আক্রমণ করেছেন শিবরাজ সিং। তাঁকে বিভীষণ বলে আক্রমণ করেছেন তিনি। অন্যদিকে ইন্টারনেটেও এই নিয়ে হৈচৈ শুরু হয়েছে। সেখানেও শিবরাজ সিংয়ের বক্তব্য নিয়ে নানা বক্রোক্তি চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা