ভারতে করোনা আক্রান্ত ১০০ ছাড়াল
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে শতাধিক। ১০৭ জন দেশে করোনা আক্রান্ত।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে শতাধিক। ১০৭ জন দেশে করোনা আক্রান্ত। এদিকে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখন সবচেয়ে এগিয়ে। কেরালায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা আক্রান্ত ছিলেন। তা ছাপিয়ে মহারাষ্ট্রে এখন করোনো আক্রান্ত ৩২ জন। মহারাষ্ট্রে অবস্থা শোচনীয় আকার নিয়েছে। অনেকেই বাড়িতে স্বেচ্ছায় বন্দি করছেন নিজেকে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক হলেও পরপর ২ দিনে ২ জনের মৃত্যুর পর অবশ্য এখনও কারও মৃত্যু হয়নি। এটা ভাল খবর। এদিকে মহারাষ্ট্রের ৫টি শহরে করোনাকে মহামারি ঘোষণা করা হয়েছে। এর আগে দিল্লি ও হরিয়ানাও করোনাকে মহামারি বলে জানিয়ে দিয়েছিল। এর মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজে ছুটি ঘোষণা হচ্ছে। বন্ধ হচ্ছে শপিং মল, মার্কেট প্লেস।
ভারতে করোনার উদ্বেগে একের পর এক দর্শনীয় পর্যটনক্ষেত্র বন্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এখনও করোনার ছোঁয়ামুক্ত থাকলেও ইতিমধ্যেই আগাম ব্যবস্থা হিসাবে শান্তিনিকেতনে সাধারণের প্রবেশ নিষেধ হয়েছে। সোনাঝুরি খোয়াইয়ের হাটও বন্ধ। অনেকেই নানা জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তা বাতিল করতে বাধ্য হচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা