করোনার গ্রাসে ভারতে মৃত্যু হয়েছে এখনও ২ জনের। ক্রমশ বেড়ে চলেছে করোনার শিকারের সংখ্যা। গত রবিবার যেখানে সংখ্যাটা ছিল ১০৭, সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এখন করোনার শিকার ৩৮ জন। মহারাষ্ট্রের পিছনেই রয়েছে কেরালা। কেরালায় এখনও ২৩ জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে।
সোমবার ভারতের করোনার শিকারের তালিকায় ২টি নতুন রাজ্য যুক্ত হয়েছে। ওড়িশা ও উত্তরাখণ্ড। ২টি রাজ্যেই সোমবার ১ জন করে রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এর বাইরে উত্তরপ্রদেশে ১৩ জন, রাজস্থানে ৪ জন, পঞ্জাব, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ১ জন করে মানুষের দেহে করোনা মিলেছে। কেন্দ্র শাসিত লাদাখে ৪ জন করোনার গ্রাসে। কর্ণাটকে ৬ জনের দেহে রয়েছে করোনা ভাইরাস।
ভারতে যে ১১৪ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে তাঁদের মধ্যে ভারতীয় নাগরিক ৯৭ জন। বিদেশি নাগরিক ১৭ জন। এখনও পর্যন্ত এই চিনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে ভারতে। ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভারতের বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে এখনও মোট ১২ লক্ষ ৭৬ হাজার ৪৬ জনকে পরীক্ষা করে দেশে প্রবেশ করানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা