নির্ভয়া কাণ্ডে ৪ অপরাধীর মৃত্যুদণ্ডের দিন স্থির হয়েও ৩ বার পিছিয়েছে। অবশেষে ২০ মার্চ ভোরে তাদের ফাঁসি হওয়ার কথা। আর বাকি কিছু ঘণ্টা। তার ঠিক আগেই ফের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ চেয়ে দিল্লি আদালতে আবেদন করল ৪ ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী। তাদের দাবি, তাদের এখনও আইনি প্রতিকারের সুযোগ বাকি রয়েছে। এ নিয়ে তিহার জেল সুপারকে ডেকে পাঠিয়েছে দিল্লি আদালত।
অ্যাডিশনাল সেশন জজ ধর্মেন্দ্র রাণা জানিয়েছেন, শেষ মুহুর্তে এসে এরা আবেদন করছেই বা কেন? শুক্রবার ভোরেই ফাঁসির দিন ধার্য রয়েছে। ফলে তার আগের আগাম প্রস্তুতিও তিহার জেলে শুরু হয়ে গেছে। তারপরে যখন আর হাতে গোনা ঘণ্টা বাকি তার আগেও শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্ভয়া কাণ্ডের ৪ দোষী।
সরকারি আইনজীবী অবশ্য পরিস্কার করে দিয়েছেন যে ৪ দোষী যতই দাবি করুক তাদের আর কোনও আইনি প্রতিকারের সুযোগ বাকি নেই। এর আগে আইনের ফাঁক গলে বিভিন্নভাবে ৩ বার ফাঁসির দিন পিছিয়ে ছেড়েছে এই ৪ দোষী। এ নিয়ে ক্ষোভ উগরে দেন নির্ভয়ার মা-বাবা। এ নিয়ে দেশেরও বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা