National

মন্ত্রীদের বাড়ি থেকে কাজ করতে বললেন যোগী

তাঁর রাজ্যে এখনও পর্যন্ত করোনার শিকারের সংখ্যা ২৪। লখনউ জুড়ে কণিকা কাপুরের ঘুরে বেড়ানো নিয়ে শহর জুড়ে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে লখনউ শহরের অনেকটাই বন্ধ। মানুষ বাড়ি থেকে বার হতে চাইছেন না। প্রধানমন্ত্রী স্বয়ং জানাচ্ছেন খুব দরকার না থাকলে বাড়ি থেকে বার হবেন না। এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মন্ত্রীরা এখন আর কোনও ভিড়ে যাবেননা। কোনও জনতা দরবার করবেননা। যদি কারও সঙ্গে দেখা করতেই হয় তো বাড়িতেই করবেন। আর যদি কোনও মন্ত্রীর মনে হয় যে তাঁর কোনও করোনার উপসর্গ রয়েছে তাহলে তাঁকে তৎক্ষণাৎ আইসোলেশনে যেতে হবে। এছাড়া লখনউ, নয়ডা ও কানপুর শহরকে জীবাণুমুক্ত করতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনতা কার্ফু সকলকে মানতে হবে। করোনাকে দূরে রাখতে যা করণীয় হিসাবে তুলে ধরা হচ্ছে সকলকে তা পালন করতে হবে। এছাড়া বাস ডিপো, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন তিনি। যাতে রাজ্যে করোনা সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য ক্রমশ কঠোর হচ্ছে সব রাজ্যই। উত্তরপ্রদেশও তার ব্যতিক্রম নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button