ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ থেকে বেড়ে হল ৫। শনিবার রাতে আরও এক করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। শনিবার রাত ১১ নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ৬৪ বছর বয়স্ক ওই বৃদ্ধ করোনার শিকার তো ছিলেনই, সেই সঙ্গে তাঁরা অন্য শারীরিক সমস্যাও ছিল। শারীরিক অন্য অসুখ রয়েছে, সেইসঙ্গে করোনা গ্রাস করলে বৃদ্ধ-বৃদ্ধাদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে।
ওই বৃদ্ধ গত ১৯ মার্চ প্রবল শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি করোনার শিকার ছিলেন। সেইসঙ্গে তিনি ক্রনিক ডায়াবেটিসের রোগী। তাঁর উচ্চ রক্তচাপের সমস্যাও বহুদিনের। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ওই বৃদ্ধের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। অবশেষে গত শনিবার রাত ১১টা নাগাদ তাঁর হাসপাতালেই মৃত্যু হয়।
ভারতে এই বৃদ্ধের মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়াল। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪। মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ জনে দাঁড়াল। রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। ফলে গোটা দেশই স্তব্ধ হয়ে গেছে। সব বন্ধ। শহর থেকে গ্রাম, কোথাও রাস্তায় মানুষের দেখা নেই। প্রধানমন্ত্রীর ডাকে এই জনতা কার্ফুতে সাড়া মিলেছে প্রায় একশো শতাংশ। করোনা রুখতে তাই রবিবার গোটা ভারত হাতে হাত মিলিয়ে একসঙ্গে রুখে দাঁড়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা