মহারাষ্ট্রের পর এবার বিহার। পরপর ২ জনের মৃত্যু হল করোনার শিকার হয়ে। গত শনিবার রাত ১১টা নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় এক ৬৪ বছরের বৃদ্ধের। তারপর রবিবার সকালে বিহারের পাটনায় এক ৩৮ বছরের যুবকের মৃত্যু হয়। ভারতে প্রথম ৫ জন যাঁদের করোনায় মৃত্যু হয় তাঁদের সকলেরই ৬০ বছরের ওপর বয়স। বিহারে এদিন যাঁর মৃত্যু হল তাঁর বয়স ৩৮ বছর। ফলে তিনিই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে কমবয়সী করোনায় মৃত ব্যক্তি।
ওই ব্যক্তি কাতার থেকে ফিরেছিলেন। এঁরও বিদেশ থেকে ফেরার ইতিহাস রয়েছে। তাঁর কিডনির সমস্যা ছিলই। করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়। ভর্তি ছিলেন পাটনা এইমসে। সেখানেই রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬ হল। অন্যদিকে ভারত জুড়ে এখন করোনায় সংক্রমিতের সংখ্যা ৩২৪ হয়েছে।
বিহারে করোনা আক্রান্তের খোঁজ ছিলনা। এদিকে বিহারে করোনা পরীক্ষা কেন্দ্র নেই বলে দাবি করে আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন বিহারের কারও নমুনা পরীক্ষা করতে হলে সেই নমুনা কলকাতায় আসছে। তারপরই রিপোর্ট পাওয়া যাচ্ছে। কেন বিহারে একটাও করোনা পরীক্ষাকেন্দ্র নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিক রবিবার অন্ধ্রপ্রদেশে এক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা