কলকাতার পর সোমবার আরও এক ব্যক্তির মৃত্যু হল ভারতে। এবার হিমাচল প্রদেশে। এটাই হিমাচল প্রদেশের প্রথম করোনায় মৃত্যু। হিমাচলে কদিন আগেই সবে ধরা পড়েছিল প্রথম করোনার শিকার। তার পরে সোমবারই ওই ব্যক্তির মৃত্যু হয়। হিমাচলে করোনায় মৃত ব্যক্তি ৬৯ বছরের বৃদ্ধ। তিনি আদপে তিব্বতের বাসিন্দা। হিমাচলের কাঙরা জেলার টান্ডা শহরের সরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
সোমবারই তাঁকে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভর্তি হওয়ার পরই তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে ওই ব্যক্তির অবস্থার হুহু করে অবনতি হতে থাকে। পরে তাঁর মৃত্যু হয়। এদিন তাঁর মৃত্যুর পর তাঁর পরীক্ষার রিপোর্ট চিকিৎসকদের হাতে পৌঁছেয়। তাতে দেখা যায় তিনি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। মৃত্যু করোনায় হলেও তা জানা গেল তাঁর মৃত্যুর পর।
ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন গত ১৫ মার্চ। দিল্লিতে কিছুটা সময় কাটানোর পর তিনি হিমাচলে হাজির হন। এদিকে সোমবার থেকে গোটা হিমাচল প্রদেশই লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। কাঙরা জেলায় বিশেষ সতর্কতা নিয়েছে সরকার। রাজ্যে কেবল এখন অত্যাবশ্যকীয় পণ্য মিলবে। কবে এই লকডাউন তুলে নেওয়া হবে তা পরে জানিয়ে দেবে সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা