গত সোমবার পর্যন্তও ভারতে মৃতের সংখ্যা ছিল ৯। যা মঙ্গলবার বেড়ে দাঁড়াল ১০-এ। ফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা এবার ২ অঙ্কে পৌঁছে গেল। সেইসঙ্গে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৩-এ পৌঁছে গেল। মৃত বৃদ্ধের বয়স ৬৫ বছর। তিনি গত ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন। তারপর গিয়েছিলেন আমেদাবাদে। সেখান থেকে অসুস্থ অবস্থায় ২১ মার্চ ফের মুম্বই ফেরেন। ভর্তি হন হাসপাতালে। সেখানেই ২৪ মার্চ মৃত্যু হল তাঁর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
ভারতে ইতিমধ্যেই করোনায় সংক্রমিতের সংখ্যা ৫০০ পার করেছে। তবে করোনা রুখতে কেন্দ্র সহ সব রাজ্য সরকার তৎপর। সিকিমও বুধবার থেকে লকডাউনের পথে হাঁটছে। এরমধ্যেই ভারতের পূর্বপ্রান্তের রাজ্য মণিপুরে প্রথম করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। এরমধ্যেই বিভিন্ন কর প্রদানের ক্ষেত্রে বেশ কিছু সুরাহার কথা এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
প্রধানমন্ত্রীও বারবার সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। ২১ দিনের জন্য ভারত লকডাউনের ডাক দিয়েছেন তিনি। যাঁরা এরপরও বুঝে উঠতে পারছেন না করোনা সংক্রমণের গুরুত্ব তাঁদের ক্ষেত্রে রাজ্য প্রশাসনগুলিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার মানুষের ওপর নজর রাখা হচ্ছে। এঁদের একটা বড় অংশ বিদেশ থেকে ভারতে ফিরেছেন। ভারত সরকার যেভাবে করোনা রুখতে উদ্যোগী তার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা