কর্ণাটকেই ভারতের প্রথম করোনায় মৃত্যুর খবর সামনে এসেছিল। কালবুর্গির সৌদি আরব ফেরত বৃদ্ধের মৃত্যু দিয়ে ভারতে এক এক করে বাড়তে শুরু করে করোনায় মৃত্যু। তারপর অবশ্য কর্ণাটকে আক্রান্ত হলেও মৃত্যুর খবর ছিলনা। এবার হল। বৃহস্পতিবার কর্ণাটকে মৃত্যু হল করোনার শিকার এক বৃদ্ধার। ফলে সে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা হল ২।
যে বৃদ্ধার মৃত্যু হয়েছে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হালেই সৌদি আরব থেকে ফিরেছিলেন। ফলে তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল। পরে তিনি করোনায় কাবু অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর শেষকৃত্যও সম্পন্ন হয় নিময় মেনে। কেন্দ্রীয় সরকার করোনায় মৃতদের যে নিয়ম মেনে সৎকারের গাইডলাইন দিয়েছে তা মেনেই ওই বৃদ্ধার সৎকার হয়।
করোনার সঙ্গে লড়াই করতে গোটা দেশ এখন ঘরবন্দি। ঘরবন্দি থাকাটাই এখন করোনার বিরুদ্ধে লড়াই। দেশবাসী চাইছেন এভাবে করোনাকে প্রতিহত করতে। করোনা চেন ভেঙে দিতে। কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই দেশ জোড়া লকডাউনের পথে হেঁটেছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ২১ দিন সকলকে ঘরে থাকার জন্য বলেছেন। সেকথা মেনেও চলছে গোটা দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা