গুজরাটে এক করোনার শিকার বৃদ্ধের মৃত্যু হল বৃহস্পতিবার সকালে। গুজরাটের ভাবনগরে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই নিয়ে গুজরাটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩। গত বুধবার রাতেই এক ৮৫ বছরের বৃদ্ধার মৃত্যু হয় গুজরাটের আমেদাবাদে। তিনিও করোনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গুজরাটে করোনায় প্রথম মৃত্যু হয় এক ৬৭ বছরের বৃদ্ধের।
বৃহস্পতিবার ভাবনগরে যে বৃদ্ধের মৃত্যু হল তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর অন্য শারীরিক সমস্যাও ছিল। তারমধ্যে তিনি করোনার শিকার হন। ওই বৃদ্ধ বিদেশে না গেলেও দিল্লিতে গিয়েছিলেন। দিল্লিতেও করোনা আক্রান্ত রয়েছেন। তাই মনে করা হচ্ছে দিল্লিতেই তাঁর দেহে করোনা প্রবেশ করে। তারপর ভাবনগরে হাসপাতালে ভর্তি হন।
ভারতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনার শিকার ৬৯৪ জন। এখনও পর্যন্ত ভারতে করোনায় কাবু হওয়ার পর ফের সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৫ জন। পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার করোনায় শিকারের সংখ্যা ১ জন বেড়ে মোট ১০ জনে ঠেকেছে। মৃত্যু হয়েছে ১ জনের। সারা দেশে লকডাউন করে করোনা মোকাবিলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা