রাজস্থানে একের পর এক করোনার শিকারের খোঁজ মিললেও মৃত্যুর খবর ছিলনা। এবার সেই তালিকায় জায়গা করে নিল এই মরুরাজ্য। সেখানে বৃহস্পতিবার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৩ বছর। এরফলে রাজস্থানে মৃতের সংখ্যা দাঁড়াল ১-এ। ভিলয়ারায় মৃত্যু হয় তাঁর। রাজস্থানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই বৃদ্ধের শারীরিক পরিস্থিতি খারাপই ছিল। তাঁর কিডনির সমস্যা ছিল। রক্তচাপের সমস্যা ছিল। ছিল নিশ্বাসের কষ্ট।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই বৃদ্ধের বাড়িতেই ডায়ালিসিসের বন্দোবস্ত হয়েছিল। কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মার্চ মাসের ৪ তারিখে তাঁকে ভর্তি করা হয়। ১১ মার্চ তাঁর অবস্থায় উন্নতি না হাওয়ায় তাঁকে ছেড়ে দেয়া হয়। সেই হাসপাতালে যে চিকিৎসক ও নার্সেরা তাঁর দেখভাল করছিলেন তাঁদের পরে পরীক্ষা হলে তাঁদের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
চিকিৎসক ও নার্সরা করোনায় আক্রান্ত জেনে দ্রুত ওই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ছিলেন রোগীদের করোনা পরীক্ষা শুরু হয়। ওই ব্যক্তির বাড়ি এসে পরীক্ষা হয়। তাতে ওই ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে ওই ব্যক্তি প্রায় কোমাতেই ছিলেন। সেই অবস্থায় করোনায় আক্রান্ত। ফলে তাঁর মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা