দেশ জুড়ে করোনা রুখতে লকডাউন চলছে। করোনাকে রুখতে এটাই একমাত্র পথ। কিন্তু লকডাউনের জেরে বহু মানুষ নানা ধরনের সমস্যারও শিকার হচ্ছেন। যেমন লকডাউনের জেরে স্তব্ধ রাস্তায় কোনও যানবাহনের দেখা নেই। এই অবস্থায় ১ বছরের অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে কীভাবে যাবেন বুঝতে পারছিলেননা মা। অবশেষে কিছু না পেয়ে সন্তানকে কোলে নিয়ে হেঁটেই হাসপাতালে পৌঁছন তিনি। আশপাশে নয়। ৩০ কিলোমিটার সন্তান কোলে হাঁটতে হয় মাকে।
মধ্যপ্রদেশের চিত্রকূটের ঘটনা। চিত্রকূটের আঞ্চওয়ারা গ্রামের বাসিন্দা মায়াদেবী পরিবারের সঙ্গেই থাকেন। তাঁর ১ বছরের একটি সন্তান রয়েছে। গত ২ দিন ধরে ওই ছোট্ট শিশুর শরীর ভাল নেই। চিকিৎসার প্রয়োজন। গত বৃহস্পতিবার সকালে শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এই পরিস্থিতিতে পরিবার সিদ্ধান্ত নেয় যে চিকিৎসার জন্য তাকে নিয়ে হাসপাতাল যাওয়া প্রয়োজন।
ওই পরিবারের দাবি, তাঁরা রাস্তায় বার হয়ে কোনওভাবে একটি গাড়ির খোঁজ করেন। কিন্তু লাভ হয়নি। কোনও গাড়ি পাননি তাঁরা। অবশেষে তাঁরা পুলিশকে কিছু ব্যবস্থা করে দিতে বলেন। কিন্তু তাঁদের অভিযোগ, পুলিশ সব শুনেও তাঁদের কোনও সাহায্য করেনি। এই পরিস্থিতিতে সন্তান কোলে ৩০ কিলোমিটার হেঁটেই হাসপাতালে পৌঁছন তাঁরা। এখন অবশ্য শিশুটির চিকিৎসা হয়েছে। সে এখন কিছুটা ভাল আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা