ভারতে করোনায় মৃত্যু শুরু হয়েছিলেন কর্ণাটক দিয়েই। কর্ণাটকের কালবুর্গিতে এক বৃদ্ধের মৃত্যুই ছিল ভারতে প্রথম করোনায় মৃত্যু। সেই কর্ণাটকে এদিন তৃতীয় জনের করোনায় মৃত্যু হল। টুমকুরের বাসিন্দা ৬০ বছরের এক বৃদ্ধের শুক্রবার মৃত্যু হয় করোনায়। ওই ব্যক্তি ট্রেনে দিল্লি গিয়েছিলেন গত ১৩ মার্চ। তাঁর সংস্পর্শে আসা ২৪ জনকে আলাদা করা হয়। এদিকে শুক্রবারই নতুন করে ৭ জন করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে কর্ণাটকে।
কর্ণাটকে করোনা সংক্রমিতের সংখ্যা ৬২ জনে পৌঁছল। এদিকে কর্ণাটকে ১০ মাসের এক শিশুর দেহে করোনার সন্ধান মিলেছে। অথচ সে জন্মের পর তাকে নিয়ে বিদেশে যাওয়া হয়নি। তবে তাকে নিয়ে মাঝে তার বাড়ির লোকজন কেরালা গিয়েছিলেন। সেখান থেকেই সে সংক্রমিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর সংস্পর্শে থাকা ৬ জনকে আলাদা করে বাড়িতেই কোয়ারেন্টিন করা হয়েছে।
শুক্রবার যে নতুন করে ৭ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ৭ জনের সংস্পর্শে কারা কারা এসেছিল তাও খুঁজে দেখা হচ্ছে। অন্যদিকে কর্ণাটকের প্রথম ও তৃতীয় জন যাঁদের করোনার শিকার হিসাবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁরা সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের বাড়ি পাঠানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা