শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে রাখা হয়েছিল হোম কোয়ারেন্টিনে। বিদেশ থেকে ফেরার ইতিহাস থাকলে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিচ্ছে সরকার। সেইমত গত ১ সপ্তাহ বাড়িতেই ছিলেন মনিকন্দন নামে ওই যুবক। গত শুক্রবার সে আচমকাই রাস্তায় বেড়িয়ে পড়ে। তাও সম্পূর্ণ পোশাকহীন অবস্থায়। গায়ে এক টুকরো সুতোও নেই। ওই অবস্থাতেই রাস্তায় উদভ্রান্তের মত চলতে থাকে মনিকন্দন।
তার বাড়ি থেকে ২টি পাড়া পরে রাস্তায় এক বৃদ্ধাকে দেখতে পায় সে। ওই বৃদ্ধাকে দেখা মাত্র মনিকন্দন তাঁর গলায় কামড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকদের অনেক চেষ্টা সত্ত্বেও শনিবার তাঁর মৃত্যু হয়। এমন এক ঘটনায় এই লকডাউনের মধ্যেও হতবাক সকলে।
মনিকন্দনকে পুলিশ আটক করে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তার করোনা পরীক্ষা হয়। তার মানসিক অবস্থা স্থিতিশীল কিনা তাও পরীক্ষা করা হয়। ওই বৃদ্ধাকে মনিকন্দন চিনত না। তার পরিবারের সঙ্গে ওই বৃদ্ধার কোনও সম্পর্ক ছিলনা। তাহলে কেন তাঁকে এভাবে কামড়ে দিল মনিকন্দন? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা