তেলেঙ্গানায় করোনার সংক্রমণের শিকার বর্তমানে ৬৩ জন। কিন্তু মৃত্যু হল এই প্রথম। শনিবার ৭৪ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনায়। তিনি দিল্লি থেকে ফিরেছিলেন। এটাই ছিল তাঁর ট্রাভেল হিস্ট্রি। তিনি কোভিড-১৯ পজিটিভ হিসাবে পাওয়ার পর তাঁর চিকিৎসা একটি বেসরকারি হাসপাতালে চলছিল। সেখানেই তাঁর শনিবার মৃত্যু হয়।
শনিবার তেলেঙ্গানায় আরও ৪ জনের দেহে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে। এঁরাও দিল্লি থেকে সম্প্রতি ফেরেন। একই পরিবারের ৪ জন করোনায় সংক্রমণের শিকার হয়েছেন। ফলে তেলেঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কড়া হাতে লকডাউন সফল করার নির্দেশ দিয়েছেন। তিনি কদিন আগেই হুঁশিয়ারি দেন লকডাউন ভাঙলে প্রয়োজনে পুলিশকে গুলিও চালাতে বলবেন তিনি।
তেলেঙ্গানায় যিনি প্রথম করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তেলেঙ্গানার পাশাপাশি শনিবার গোটা দেশ জুড়েই করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে। শনিবার সন্ধে পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৯৩৩ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। ভারতে ৮৪ জন এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। বাড়ি ফিরে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা