রবিবার সকালেই ফের এক ব্যক্তির মৃত্যু হল করোনায়। ৫০ বছর বয়স্ক ওই ব্যক্তি করোনা পজিটিভ পাওয়ার পর জম্মু কাশ্মীরের বারামুলার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। তঙ্গমার্গ-এর বাসিন্দা ওই ব্যক্তির মৃত্যুতে কাশ্মীরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২। কেন্দ্র শাসিত জম্মু কাশ্মীরে এখনও পর্যন্ত আক্রান্ত ৩৩ জন।
গত বৃহস্পতিবার এক ব্যক্তির কাশ্মীরে মৃত্যু হয় করোনায়। ৬৫ বছরের ওই বৃদ্ধের মৃত্যুর পর ফের রবিবার আরও ১ ব্যক্তির মৃত্যু হল। সারা দেশ জুড়েই করোনা পরীক্ষার কিট নিয়ে সমস্যা রয়েছে। ফলে সন্দেহ হলেই যে পরীক্ষা করা যাচ্ছে তা নয়। যত দ্রুত কিট পৌঁছচ্ছে ততই সন্দেহ হলে পরীক্ষার সুযোগ বাড়ছে। সেটাই এখন হয়েছে জম্মু কাশ্মীরে।
জম্মু কাশ্মীরের মুখ্যসচিব জানিয়েছেন, এখন কিট কিছু হাতে আসায় দ্রুত পরীক্ষা হচ্ছে। তাঁর দাবি এখন জম্মু কাশ্মীরে সন্দেহ হলে তার মধ্যে ১০ শতাংশ মানুষকে পরীক্ষা সম্ভব হচ্ছে। ফলে ধরাও পড়ছেন অনেকে। কিটের সমস্যা অবশ্য সারা দেশেই রয়েছে। ক্রমশ নতুন কিটের যোগান বাড়ছে। সরকারও ব্যবস্থায় প্রবল জোর দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা