ভারতে করোনা সংক্রমিতের সংখ্যার বিচারে কেরালা এখন দ্বিতীয় স্থানে। মহারাষ্ট্রের পিছনে। সেখানকার চিকিৎসকেরা আপ্রাণ লড়ছেন করোনার বিরুদ্ধে। সেখানে তাঁদের কথাকেই সরকার গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন চিকিৎসকেরা। তাঁদের কেরালা সরকার কিছু মানুষকে সার্টিফিকেট ইস্যু করতে বলেছেন যাঁরা মদ্যপানে অভ্যস্ত। কিন্তু এখন নিয়মিত মদের যোগান পাচ্ছেন না। সার্টিফিকেট থাকলে এঁদের কাছে পৌঁছে যাবে মদ। এটা মেনে নিতে পারছেন না চিকিৎসকেরা।
লকডাউনের জেরে কেরালায় মদের দোকানগুলি বন্ধ। এই অবস্থায় কয়েকজন মানুষ যাঁরা নিয়মিত মদ্যপানে অভ্যস্ত তাঁদের শারীরিক সমস্যা হতে শুরু করেছে। ফলে কেরালা সরকার জানিয়েছে সরকারি চিকিৎসক যদি এঁদের দেখে নিশ্চিত হন যে তাঁদের মদ্যপান করতে না পেরে শারীরিক সমস্যা হচ্ছে তাহলে তাঁরা ওই ব্যক্তিকে একটি সার্টিফিকেট দেবেন। সেই সার্টিফিকেট থাকলে এই লকডাউনের মধ্যেও তাঁরা মদ পাবেন।
কেরালার চিকিৎসকদের দাবি, মদ্যপান না করতে পেরে শারীরিক সমস্যার শিকারদের জন্য চিকিৎসা বিজ্ঞানে অন্য ব্যবস্থা আছে। কিন্তু এই পরিস্থিতিতে তাঁদের মদের যোগান দেওয়া ঠিক হবে না। সরকারকে একথা জানানো হলেও সরকার তা শোনেনি বলে দাবি করেছে চিকিৎসকদের সংগঠন। তাই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা আগামী বুধবার কেরালা জুড়ে কালো দিন পালন করতে চলেছে। চিকিৎসকেরা কাজ করবেন ঠিকই, তবে কালো ব্যাজ পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা