এটাও একটা অলিখিত প্রথা। বিরোধীরা বাজেটকে দিশাহীন বাজেট বলবেন আর প্রধানমন্ত্রী বাজেটের ভূয়সী প্রশংসা করবেন। এবারও সেই রীতির অন্যথা হলনা। বাজেটে যুবসমাজ ও কৃষকদের স্বার্থ দেখা হয়নি বলে অভিযোগ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবি, চাওয়া হয়েছিল আতসবাজির রোশনাই আর মিলল স্যাঁতস্যাঁতে পটকা! বাজেট দিয়ে আসন্ন ৫ রাজ্যের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি। বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনও দিশা নেই বলেও বাজেট শেষে সংসদের বাইরে সাংবাদিকদের জানান রাহুল।
রেল বাজেট নিয়ে বলতে গিয়ে রাহুলের দাবি, বর্তমান সরকার রেল সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থ। বাজেটে রেল সুরক্ষা নিয়ে কিছু নেই! অরুণ জেটলিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেন, সরকার বুলেট ট্রেনের কথা বলেছিল। কোথায় সেই বুলেট ট্রেন? কোনও ঘোষণা নেই কেন? তাঁর কটাক্ষ বাজেট শুধু কবিতার লাইনে ভরা, সেখানে কর্মসংস্থান বা কৃষকদের সমস্যার মত বুনিয়াদি বিষয়গুলি অবহেলিত হয়েছে। এদিকে রাহুল গান্ধী যেখানে বাজেটের তুলোধোনা করেছেন সেখানে বাজেট শেষে দারুণ বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি ক্ষেত্র যেভাবে একে একে বাজেটে উঠে এসেছে তারও প্রশংসা করেন তিনি।