চিন থেকেই শুরু হয়েছে করোনা সংক্রমণ। তারপর ক্রমশ ছড়াতে ছড়াতে এখন বিশ্বের ২০৩টি দেশ করোনার গ্রাসে চলে এসেছে। যারমধ্যে ভারতও রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এই করোনা সংক্রমণের জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দায়ী করে এবার পুলিশে গেলেন ৪০ জন। উত্তরপ্রদেশর ৪০ জন ব্যক্তি চিনের প্রেসিডেন্টের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
যাঁরা অভিযোগ দায়ের করেছেন তাঁদের মধ্যে অধিকাংশই হয় আইনজীবী, নয়তো সমাজকর্মী। এঁদের অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। তবে এরপর তাদের কি পদক্ষেপ হবে এ বিষয়ে তা তারা স্থির করতে পারেননি। তারা চাইছে বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিতে। কারণ এটি আন্তর্জাতিক বিষয়। আর তা নিয়ে এভাবে অভিযোগ পেলেই তদন্ত শুরু হতে পারেনা।
চিনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের খোঁজ মেলে। তারপর তা ক্রমশ এখন বিশ্বের ত্রাসে পরিণত হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৪৪ হাজার মানুষের বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে এই ভাইরাস। বহু দেশ লকডাউনে রয়েছে। এভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়তে দেওয়া হয়েছে এবং তা ছড়িয়ে দিয়েছেন শি জিনপিং, তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা