রাস্তায় ঘুরছেন সাক্ষাৎ যমরাজ। পাশে রয়েছেন চিত্রগুপ্তও। করোনা রুখতে লকডাউনকে মেনে চলা জরুরি। আর সেই বার্তা যাতে মানুষ পর্যন্ত পৌঁছয় সেজন্য কিছু অভিনব পথ খুঁজে বার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। সেই অভিনবত্বে এবার নয়া সংযোজন যমরাজ ও চিত্রগুপ্ত।
কুর্নুল জেলার ধোনে শহরে এক নয়, একাধিক যমরাজের দেখা মিলল। পুলিশের বার্তা একটাই, লকডাউন মেনে চলুন। নয়তো তা যমরাজকে আমন্ত্রণ জানানো হবে।
লকডাউনে মানুষকে সচেতন করতে সেখানকার নাট্যকর্মীদের সাহায্য নিয়েছে পুলিশ। নাট্যকর্মীরাও যমরাজ ও চিত্রগুপ্ত সেজে পুলিশের পাশে দাঁড়িয়েছেন। যমরাজ রূপে তাঁরা রাস্তায় ঘুরছেন। কখনও পুলিশের সঙ্গে। কখনও আলাদা।
তবে বার্তা একটাই, হয় লকডাউন মানুন। নয়তো তা যমরাজকে ডেকে নিয়ে আসা হবে। পুলিশের এই অভিনব প্রচার মানুষের নজর কেড়েছে।
এক পুলিশকর্মী ঘোড়ায় চড়ে করোনা নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন অন্ধ্রপ্রদেশে। সাদা ঘোড়ার গায়ে লাল লাল দাগ করে সেগুলিকে করোনা বলে চিহ্নিত করে সকলকে লকডাউনের সময় ঘরে থাকার বার্তা দিচ্ছেন।
এবার কুর্নুলে যমরাজ, চিত্রগুপ্তকে পথে নামাল পুলিশ। সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে তাদের বার্তাকে পৌঁছে দিতে এই অভিনবত্ব কিন্তু কাজে লাগছে। মানুষ এ নিয়ে চর্চা করছেন। ফলে পুলিশের মূল লক্ষ্য ঠিকঠাক পূরণ হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা