ঠান্ডা লাগার উপসর্গ সঙ্গে কাশি, আত্মঘাতী যুবক
গ্রামের কিছু মানুষ এরমধ্যে বলতে শুরু করেন যে ওই ব্যক্তির করোনা হয়েছে
ঠান্ডা লাগলে যেমন হয় সেটাই দেখা দিয়েছিল ৩৫ বছরের ওই যুবকের দেহে। কাশিও হচ্ছিল। এমনটা দেখার পরই তিনি নিজেকে একটি ঘরে আলাদা করে নেন।
গ্রামের কিছু মানুষ এরমধ্যে বলতে শুরু করেন যে ওই ব্যক্তির করোনা হয়েছে। এটা কানে যাওয়ার পর আরও নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছিলেন তিনি। কিন্তু তাবলে চূড়ান্ত পদক্ষেপ করে বসলেন!
পুলিশ জানাচ্ছে, এটা সঠিক করে বলা মুশকিল যে করোনা হয়ে থাকতে পারে এমন আশঙ্কা থেকেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। তবে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে তেমনই সন্দেহ করছে পুলিশ।
পুলিশকে ওই ব্যক্তির শ্যালক জানিয়েছেন, ঠান্ডা লাগার উপসর্গ কাশি হওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রামের কয়েকজন করোনা সংক্রমিত বলেছিলেন। তারপর নিজেকে ঘরবন্দিই রাখতেন তিনি। সোমবার তাঁর ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠান্ডা লাগার সাধারণ উপসর্গ করোনারও সাধারণ উপসর্গ। হাঁচি, কাশি, সর্দির সঙ্গে জ্বর, শ্বাসকষ্টও করোনার উপসর্গ।
এদিকে এমন দেখা যাচ্ছে করোনা হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করে এর আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতে। যেমনটা হল এদিন উত্তরপ্রদেশের বান্দা জেলার জামালপুর গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা