দেশে করোনায় মৃত্যু ১০০ পার করল, আক্রান্ত ৪ হাজার
সোমবার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ পার করল
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুও। সোমবার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ পার করল। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ১০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখনও পর্যন্ত ২৯২ জন। এখনও করোনায় আক্রান্ত বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে।
বিশ্বেও করোনায় মৃত্যু বাড়ছে। সোমবার মৃত্যু ৭০ হাজার পার করেছে। মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ৫৯৫ জন। যদিও এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্ত ১২ লক্ষ ৮৯ হাজার। এখনও পর্যন্ত ২ লক্ষ ৭২ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শোচনীয়। সেখানে করোনা সংক্রমিত যেমন বাড়ছে। তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ হাজার পার করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শোচনীয় আকার নিলেও ইতালি ও স্পেন সামান্য হলেও ঘুরে দাঁড়িয়েছে। কিছুটা হলেও নিয়ন্ত্রিত হয়েছে মৃত্যু মিছিল। তবে সবমিলিয়ে এখনও করোনায় কাবু গোটা ইউরোপ। ইউরোপ ও আমেরিকায় করোনার প্রকোপ সর্বাধিক হলেও গোটা বিশ্বেই কমবেশি করোনা পরিস্থিতি উদ্বেগজনক।
এদিকে করোনার ওষুধ বার করতে দিনরাত এক করে পরিশ্রম চালাচ্ছেন সব দেশের গবেষকেরা। কয়েকটি টিকা তৈরি হয়েছে বলে দাবি করেছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তবে তার ট্রায়াল এখনও বাকি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা