বৃদ্ধাবাসে বৃদ্ধের রহস্য মৃত্যু, দেহে মিলল আঘাতের চিহ্ন
সরকার পরিচালিত বৃদ্ধাবাসে ঘটে গেল এক রহস্য মৃত্যু
বয়সকালে অনেক বৃদ্ধ বৃদ্ধার স্থায়ী ঠিকানা হয় বৃদ্ধাবাস। সরকার পরিচালিত অনেক বৃদ্ধাবাসও রয়েছে সারা দেশে। ক্রমশ তার সংখ্যাও বাড়ছে। এমনই এক সরকার পরিচালিত বৃদ্ধাবাসে ঘটে গেল এক রহস্য মৃত্যু। মৃত্যু হল এক আবাসিক বৃদ্ধের।
৭০ বছরের ওই বৃদ্ধ ও তাঁর স্ত্রী গত ২০ ফেব্রুয়ারি এই বৃদ্ধাবাসে থাকার জন্য আসেন। তারপর থেকে তাঁদের স্থান বৃদ্ধাবাস হলেও এখানেও ২ জনের মধ্যেও একদম বনিবনা ছিলনা। ২ জনের মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি লেগে থাকত। যা থামাতে বৃদ্ধাবাসের কর্মীদের হস্তক্ষেপ করতে হত।
ওই ৭০ বছরের বৃদ্ধ সোরান সিংয়ের দেহই উদ্ধার হল ওই বৃদ্ধাবাস থেকে। পুলিশ দেহে আঘাতের চিহ্ন পেয়েছে। বৃদ্ধাবাসে জিজ্ঞাসাবাদের পর ওই বৃদ্ধাবাসের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে তারা তখনই কোনও পদক্ষেপ করতে পারবে যখন তাদের হাতে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছবে। তবে তার আগে তদন্ত চালাচ্ছেন পুলিশের আধিকারিকরা। আর তাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য।
পুলিশ জানতে পেরেছে, গত ২ মার্চও সোরান সিংয়ের সঙ্গে তাঁর স্ত্রীর তুমুল ঝগড়া বাঁধে। হস্তক্ষেপ করতে হয় বৃদ্ধাবাসের কর্মীদের। তাঁরা সেইসময় বৃদ্ধকে সরানোর চেষ্টা করেন। পুলিশের অনুমান সে সময় ওই বৃদ্ধকে মারধর করা হয়েছিল। ফলে তাঁর বড় ধরনের চোট লাগে।
কিন্তু তাঁকে সেই অবস্থায় হাসপাতালে ভর্তিও করা হয়নি। পুলিশকেও বিষয়টি জানানো হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার দানকৌর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা