লকডাউনে গাড়ি নিয়ে রাস্তায় ঘোরা আটকাতে অভিনব পদক্ষেপ করল সালেম পুলিশ
রং দেখেই বোঝা যাবে গাড়ি কতদিন পর্যন্ত বাড়ির বাইরে বার করা যাবে না
লকডাউন চলছে সারা দেশে। বিশেষ প্রয়োজন ছাড়া কারও রাস্তায় বার হওয়া মানা। সকলের স্বার্থেই এই লকডাউন। করোনা চেন ভাঙতে এটাই একমাত্র রাস্তা। কিন্তু কিছু মানুষ তা হয়তো এখনও উপলব্ধি করতে পারছেন না। বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন রাস্তায়।
অনেক জায়গায় ড্রোন দিয়েও এভাবে রাস্তায় বার হওয়া মানুষের ওপর নজরদারি শুরু করেছে পুলিশ। এরমধ্যেই অনেক জায়গায় গাড়ি নিয়ে নানা অছিলায় রাস্তায় বার হচ্ছেন মানুষজন।
এভাবে লকডাউনে রাস্তায় গাড়ি নিয়ে ঘোরায় লাগাম দিতে এবার অভিনব রাস্তা বার করল তামিলনাড়ুর সালেম শহরের পুলিশ।
সালেম পুলিশ এখন রাস্তায় এভাবে অপ্রয়োজনে গাড়ি নিয়ে ঘুরতে দেখলেই সেই গাড়ির সামনে ও পিছনের চাকার ওপর মাডগার্ডের মাথায় মোটা করে হলুদ রংয়ের ড্যাশ দিয়ে দিচ্ছে। তাতে কী হবে?
পুলিশ জানিয়েছে, এই হলুদ রং দেওয়া হলে ওই গাড়ি আর আগামী ৫ দিনের মধ্যে রাস্তায় বার হতে পারবেনা। ৫ দিনের মধ্যে এমন রং দেওয়া গাড়ি রাস্তায় দেখলে পুলিশ সেই গাড়ি বাজেয়াপ্ত করতে পারবে। ওই গাড়ির মালিকের বিরুদ্ধে কেসও হবে।
সালেম পুলিশ সাফ জানিয়ে দিয়েছে হলুদ ড্যাশ দেওয়া গাড়ি যদি পুলিশ একবার বাজেয়াপ্ত করে তাহলে মালিকের সেই গাড়ি আবার ফেরত পেতে বহু দিন লেগে যাবে। সেভাবেই বন্দোবস্ত করা হয়েছে।
৫ দিনের জন্য যেমন হলুদ ড্যাশ দেওয়া হচ্ছে তেমনই সালেম পুলিশ ৭ দিনের জন্য গাড়ি বার করতে পারবেনা এমন বন্দোবস্তও করেছে। সেক্ষেত্রে অবশ্য তারা অন্য রংয়ের ড্যাশ ব্যবহার করছে। রং দেখেই বোঝা যাবে ওই গাড়ি কতদিন পর্যন্ত বাড়ির বাইরে বার করা যাবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা