ভুল করে ছাড়া পাওয়া করোনা রোগীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ
কোভিড-১৯ আক্রান্ত রোগী ঘুরছেন, তিনি জানেন তিনি বিপদমুক্ত
এটা হাসপাতালের ভুল। আর সেই ভুলের জেরে পুলিশের রাতের ঘুম উড়েছে। হন্যে হয়ে খুঁজতে হচ্ছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া করোনা রোগীকে।
করোনা সংক্রমণের শিকার ৪ রোগী ভর্তি ছিলেন তামিলনাড়ু ভিল্লুপুরম জেলার একটি হাসপাতালে। সেখান থেকে ৪ করোনা রোগীকে ভুল করে ডিসচার্জ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর তাঁরা হাসপাতাল ছেড়ে ছাড়া পেয়ে নিজের মত বেরিয়েও যান। এটা গত মঙ্গলবারের কথা। একটা সময়ের পর হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে যে যাঁদের ছাড়া হল তাঁরা তখনও করোনা পজিটিভ।
হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ তা জানতে পারার পরই রোগীদের ঠিকানা নিয়ে খোঁজ শুরু করে। পুলিশ খোঁজ করতে নামার পর দ্রুত ৩ জনের হদিস মেলে। কারণ তাঁরা একই পরিবারের সদস্য। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা সকলে নিজেদের বাড়িতেই ছিলেন। সমস্যা হয়েছে চতুর্থজনকে নিয়ে। এই চতুর্থ জনের খোঁজ পাচ্ছেনা পুলিশ।
এই চতুর্থ জন আসলে দিল্লির বাসিন্দা। তিনি এখানে এসেছিলেন শ্রমিকের কাজ করতে। তাঁর খোঁজ পাচ্ছেনা পুলিশ। ওই ব্যক্তিকে খুঁজে পেতে পুলিশের তরফে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। তারা ওই ব্যক্তিকে আপাতত হন্যে হয়ে খুঁজছে।
একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী খোলা ঘুরছেন। আর তিনি জানেন যে তাঁকে হাসপাতাল যখন ছুটি দিয়েছে তখন তিনি বিপদমুক্ত। এর ফলে তিনি নিশ্চিন্তে কারও সঙ্গে মিশতে পারেন। সেই ভয়ও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা