ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ছাড়াল
দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব
ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করেছে। সন্ধে পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩৯ জনে। মৃত্যু হয়েছে ২০৬ জনের। এখনও পর্যন্ত ৫১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ভারতের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। সেখানে আক্রান্তের সংখ্যা যেমন সবচেয়ে বেশি। তেমনই মৃতের সংখ্যা। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এদিন জানান, করোনা মোকাবিলায় অর্থ অন্তরায় হবে না। ১৫ হাজার কোটি টাকার একটি প্যাকেজ স্বাস্থ্যমন্ত্রককে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারমধ্যে ৪ হাজার কোটি টাকার ওপর ইতিমধ্যেই করোনা মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে দিয়ে দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।
দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে এদিন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি জানান, গোষ্ঠী সংক্রমণ না হলেও এমন কয়েকজনের দেহে করোনা পাওয়া গিয়েছে যাঁদের না কোনও বিদেশ সফরের ইতিহাস আছে। না তাঁরা কোনও করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। কীভাবে তাঁদের করোনা হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা