সামাজিক দূরত্ব তৈরি করতে গাছেই বাসা বাঁধলেন কৃষক
গাছের ওপর বাস তাঁর এতটাই পছন্দ যে করোনা মিটে গেলেও এখানেই থাকতে চান
করোনা মোকাবিলায় একটাই দাওয়াই। সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষের থেকে মানুষকে দূরে থাকতে হবে। এই সামাজিক দূরত্ব বলতে শুধু বাইরের মানুষ নন, মুকুল ত্যাগীর কাছে বাড়ির লোকজনের থেকেও দূরত্ব বজায় রাখা। তাই তিনি বাড়ি ছেড়ে রয়েছেন গাছের ওপর। সেখানেই দিন থেকে রাত কাটছে তাঁর। খাবারটা বাড়ি থেকেই আসছে। সেটা গাছের তলায় রেখে গেলে তিনি নিচে নেমে খাবার খেয়ে নিচ্ছেন। মুকুল জানিয়েছেন এই গাছের ওপর বাস তাঁর এতটাই পছন্দ হয়েছে যে করোনা মিটে গেলেও তিনি এখানেই থাকতে চান।
উত্তরপ্রদেশের হাপুরের এসোধা গ্রামের বাসিন্দা মুকুল ত্যাগী। সরকার লকডাউন ঘোষণা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলার পর তিনি ছেলেকে নিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে আনেন। শক্তপোক্ত শুকনো কাঠ। তারপর সেই কাঠ দিয়ে একটি বিশাল গাছের ওপর দড়ি দিয়ে বেঁধে মাচা বানান। এটাই তাঁর ট্রি হাউস। তারপর সেখানেই বসবাস শুরু করেন। যদিও তাঁরা ছেলে ও পরিবার বাড়িতেই থাকেন। কিন্তু তিনি গ্রামের বলেই নয়, পরিবারের থেকেও সামাজিক দূরত্ব রাখতে গাছেই দিন কাটাচ্ছেন।
মুকুল অবশ্য বিষয়টিকে বাধ্যতা হিসাবে দেখছেন না। বরং তাঁর দাবি প্রকৃতির বুকে এভাবে দিন রাত কাটানো দারুণ উপভোগ করছেন তিনি। এমনভাবে গাছের ওপর ট্রি হাউস বানিয়ে থাকা তাঁর এতটাই পছন্দ হয়েছে যে তিনি এখানে করোনা উদ্বেগ কেটে যাওয়ার পরও থাকতে চান। এখানেই পাকাপাকি বসবাস করতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা