করোনার থাবা থেকে রেহাই পেল না মুম্বই তাজ
করোনা পজিটিভ পাওয়া কয়েকজনের কোনও উপসর্গই নেই দেহে। অথচ তাঁরা করোনার শিকার।
মুম্বই শহরের অন্যতম দ্রষ্টব্য স্থান গেটওয়ে অফ ইন্ডিয়া। আর সেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেই অবস্থিত মু্ম্বই শহরের অন্যতম রাজকীয় হোটেল তাজ মহল প্যালেস এন্ড টাওয়ার। একটি হোটেল হলে কী হবে সামনে অপার সমুদ্র নিয়ে তাজ হোটেল নিজেই একটি দ্রষ্টব্য স্থানে পরিণত হয়েছে।
এছাড়াও তাজ গ্রুপের আরও হোটেল রয়েছে মুম্বইতে। লকডাউনের পর থেকে সেসব হোটেল আপাতত অতিথি শূন্য। কিন্তু কর্মীদের বেশ কয়েকজন কর্মরত। সেই কর্মীদের কয়েকজনের দেহে মিলল করোনার অস্তিত্ব। শেষ কয়েকদিনে তাজের কর্মীদের মধ্যে ৫০০ জনের করোনা পরীক্ষা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের দেহে মিলেছে করোনার অস্তিত্ব।
ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড-এর তরফে জানানো হয়েছে, করোনা পজিটিভ পাওয়া কয়েকজনের কোনও উপসর্গই নেই দেহে। অথচ তাঁরা করোনার শিকার।
যাঁদের করোনার উপসর্গ রয়েছে তাঁদের আলাদা করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পজিটিভদের আইসোলেশনে রাখা হয়েছে। সকলের ওপরই কড়া নজর রয়েছে।
প্রসঙ্গত ভারতের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি সংখ্যক করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। মৃতের সংখ্যার নিরিখেও মহারাষ্ট্র একশো পার করেছে।
তাজ গ্রুপ অবশ্য তাদের কিছু হোটেল দিয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য। তাঁদের খাবার দেওয়ার বন্দোবস্তও করছে তাজ। এদিকে তাজের মত প্রথমসারির হোটেলে করোনার থাবা নতুন করে চিন্তায় ফেলেছে গ্রুপকে। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড-এর তরফে জানানো হয়েছে, কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কর্মীদের পরিবারের সুরক্ষাও তাঁদের কাছে সমান গুরুত্বের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা