খাবার নেই, ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন মা
৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন মা। নিজে হাতে ৫ সন্তানকে ভাসিয়ে দিয়েছেন তিনি। রবিবার সকালে ঘটা এই ঘটনায় স্তব্ধ গোটা এলাকা।
মর্মান্তিক বললেও হয়তো কম বলা হয়। লকডাউন চলছে। এরমধ্যেই ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিলেন মা। নিজে হাতে ৫ সন্তানকে ভাসিয়ে দিয়েছেন তিনি। রবিবার সকালে ঘটা এই ঘটনায় স্তব্ধ গোটা এলাকা।
সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানিয়েছে ওই মহিলার ঘনিষ্ঠদের মধ্যে দাবি করেছেন যে লকডাউনে ঘরে খাবার নেই। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছিলেন না। সেজন্যই তাঁর এই পদক্ষেপ।
পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে হত্যার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ খবর পেয়েই গঙ্গায় ডুবুরি নামিয়ে ওই ৫ জনের খোঁজ শুরু করে।
পুলিশ জানাচ্ছে, কেন এই ঘটনা ঘটল, কেন ওই মহিলা এমন একটা পদক্ষেপ করলেন, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে তারা ৫টি শিশুকে খোঁজার চেষ্টা করছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি এলাকার জাহাঙ্গীরাবাদে।
ওই মহিলা দিনমজুরের কাজ করেন। দিন মজুরের কাজ করেই তাঁর সংসার চলে। ৫ সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারেন। কিন্তু লকডাউনে সেই কাজও ছিলনা। ঘরে যা টাকাকড়ি ছিল তা এই কদিন খেতে শেষ হয়েছে।
যদিও পুলিশের তরফে জানানো হয়েছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। পুরো ঘটনার তদন্ত হলে সব কিছু পরিস্কার হবে বলে মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা