
অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব বাধা কেটে যাবে। শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। এমনই দাবি করে ফের বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। এর আগে ইস্তেহার প্রকাশের সময় এই একই বিতর্কে উস্কানি দিয়ে ভোট ব্যাঙ্ক নিশ্চিত করার চেষ্টা চালিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবার যোগী আদিত্যনাথের বক্তব্য ফের উত্তরপ্রদেশের ভোটারদের মন জয়ের চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের দাবি, নির্বাচনের আগে ফের রাম মন্দির তাসে বৈতরণী পার করতে চাইছে বিজেপি। ছত্তিসগড়ে একটি রাম মন্দিরের উদ্বোধনে এসে গোরখপুরের সাংসদ আদিত্যনাথ বলেন, ছত্তিসগড় রামের মা অর্থাৎ কৌশল্যার জন্মস্থান। সেখানে যখন একবার ভগবান প্রতিষ্ঠিত হয়েছেন তখন অযোধ্যায় রাম মন্দির তৈরির বাধা এবার কেটে যাবে।