তিরুপতি মন্দিরের দর্শন বন্ধ রাখার সময়সীমা বাড়ল
দেশের অনেক দর্শনীয় স্থান ও মন্দিরের দরজা মার্চের মধ্যভাগ পার করার পর থেকেই এক এক করে বন্ধ হচ্ছিল করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে।

ভারতের অন্যতম প্রধান মন্দিরগুলির মধ্যে অবশ্যই একটি তিরুপতি মন্দির। যা ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির বলে বিখ্যাত। যা দেশের সবচেয়ে ধনী মন্দির হিসাবেও খ্যাত। তিরুমালা তিরুপতি দেবস্থানম এই মন্দির পরিচালনের দায়িত্বে রয়েছে। তারাই জানিয়ে দিয়েছে লকডাউনের সময়সীমা যেহেতু ৩ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই ওই দিন পর্যন্ত তিরুপতিতে দর্শন বন্ধ রাখা হচ্ছে। এই সময় কোনও ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।
এর আগে কেন্দ্র দেশব্যাপী লকডাউন ঘোষণা করে গত ২৫ মার্চ মধ্যরাত থেকে। কিন্তু তিরুপতি মন্দিরের দরজা তার আগেই ভক্তদের জন্য বন্ধ হয়েছিল। দেশের অনেক দর্শনীয় স্থান ও মন্দিরের দরজা মার্চের মধ্যভাগ পার করার পর থেকেই এক এক করে বন্ধ হচ্ছিল করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে। সেই রাস্তায় হেঁটে তিরুপতি মন্দিরও ভক্তদের জন্য বন্ধ হয় গত ১৯ মার্চ থেকে।
এরপর মন্দির পরিচালন কমিটির উদ্যোগে শুরু হয় মন্দির স্যানিটাইজ করার কাজ। ছড়ানো হতে থাকে সোডিয়াম হাইপোক্লোরাইড ও ব্লিচিং পাউডার।
শুধু তিরুপতি মন্দির বলেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয় মার্চে। যার মধ্যে পশ্চিমবঙ্গের মন্দিরগুলিও রয়েছে। রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির এবং দেশের তামাম মন্দির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা