পিছিয়ে গেল এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা দিতে অনেক পরীক্ষার্থী বহু দূর থেকেও আসেন। ফলে যানবাহন ঠিকঠাক না হওয়া পর্যন্ত এই পরীক্ষার দিন দেওয়া সমস্যার বলে মনে করছেন অনেকে।
লকডাউনের জেরে যাবতীয় পরীক্ষাই পিছিয়েছে। তবে পিছিয়ে কবে পরবর্তী দিন তা এখনও ঘোষণা হয়নি। একই ভাবে স্টাফ সিলেকশন কমিশন-এর ক্ষেত্রেও একই পথে হাঁটল কেন্দ্র।
এসএসসি পরীক্ষা পিছিয়ে গেলেও তা কবে হবে তা জানানো হয়নি। তবে ৩ মে পর্যন্ত লকডাউন থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন দিন পরে জানিয়ে দেবে কমিশন।
পরীক্ষার্থীরা পরবর্তী দিন পরে জানতে পারবেন। এসএসসি পরীক্ষা দিতে অনেক পরীক্ষার্থী বহু দূর থেকেও আসেন। ফলে যানবাহন ঠিকঠাক না হওয়া পর্যন্ত এই পরীক্ষার দিন দেওয়া সমস্যার বলে মনে করছেন অনেকে।
সড়ক পথে হোক বা রেল পথে, পরীক্ষার্থীদের পরীক্ষা হলে পৌঁছতে হয়। ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাই পরীক্ষা নেওয়া এসএসসির পক্ষে মুশকিল বলেই মনে করছেন সকলে।
পরীক্ষা পিছিয়ে গিয়েছে। পাশাপাশি এসএসসি-র কর্মী ও আধিকারিকদের ১ দিনের মাইনে প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মূলত করোনা মোকাবিলায় এই কেয়ারস ফান্ডে অর্থ যে কেউ দান করতে পারেন। এদিকে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, সব পরীক্ষাই এই সময় স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে বোর্ডের পরীক্ষাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা