৬০ বছরের ওপর হলে চিকিৎসক যাবেন বাড়িতে দেখতে, জানালেন কেরালার মুখ্যমন্ত্রী
প্রতিটি ওয়ার্ডে ৬০ বছরের ওপর বয়স্কদের একটি তালিকা তৈরি হবে। সেই তালিকা থাকবে স্থানীয় প্রশাসনের কাছে। কেউ অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে পারবেন।
৬০ বছরের ওপর যাঁদের বয়স। যাঁদের চিকিৎসার প্রয়োজন অনেক বেশি পড়ে। তাঁদের কথা মাথায় রেখে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নতুন নিয়ম চালু করলেন।
৬০ বছরের ওপর বয়স্করা টেলিমেডিসিনের সুবিধা পাবেন। সেইসঙ্গে তাঁদের শারীরিক অবস্থার কথা শুনে চিকিৎসকের যদি মনে হয় যে তাঁর ওই ব্যক্তিকে পরীক্ষা করা দরকার, তবে চিকিৎসক যাবেন ওই ব্যক্তির বাড়িতে। ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেরালার প্রতিটি ওয়ার্ডে ৬০ বছরের ওপর বয়স্কদের একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা থাকবে স্থানীয় প্রশাসনের কাছে। যদি তেমন কেউ অসুস্থ হন, তাহলে তিনি স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে পারবেন। চিকিৎসক যদি মনে করেন তাহলে তিনি টিম নিয়ে তাঁকে দেখতে তাঁর বাড়িতে হাজির হবেন। ৬০-এর ওপর বয়স হলে তাঁকে বাইরে এসে চিকিৎসা পেতে হবেনা।
এজন্য মোবাইল ইউনিটও তৈরি রাখা হচ্ছে। সেই ইউনিটে থাকবেন একজন চিকিৎসক, একজন নার্স ও একজন প্যারামেডিক। এই মোবাইল ইউনিট পৌঁছে যাবে অসুস্থ ব্যক্তির বাড়িতে। কেরালায় ক্রমশ কমছে করোনা সংক্রমিতের সংখ্যা। যা সেখানে আশার আলো দেখাচ্ছে।
বৃহস্পতিবার কেরালায় ৭ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। কেরালায় এখন করোনা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন। এদিকে কার্ফু ভাঙার অপরাধে ২ হাজার ৮৬৩ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে কেরালা পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা