গোয়া ও পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হল শনিবার। ২ রাজ্যেই ভোটের হার চোখে পড়ার মত। গোয়ায় ভোট পড়েছে ৮৩ শতাংশ। সকাল থেকেই আরবপারের এই ছোট্ট রাজ্যের বিভিন্ন বুথে লম্বা লাইন পড়ে। যা দিনভর বজায় ছিল। বিস্তৃত সোনালি সমুদ্রতট আর পর্তুগিজ স্থাপত্য সংস্কৃতির এই পর্যটন কেন্দ্রিক রাজ্যে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবেই। এখানে যুযুধান দুই পক্ষ ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেস।
অন্যদিকে পঞ্জাবে এবার লড়াই ক্ষমতাসীন বিজেপি আকালি দল জোটের বিরুদ্ধে কংগ্রেসের। লড়াইয়ে কিছুটা হলেও রয়েছে আপ। পঞ্জাবেও এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের মধ্যে উৎসাহ নজর কেড়েছে। দিনের শেষে পঞ্জাবে ভোট পড়েছে ৭০ শতাংশ। যা ভোটের নিরিখে বেশ ভাল পোলিং।